কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নগরীর ধর্মসাগরপাড়স্থ রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

এসম প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন- উর- রশিদ ইয়াছিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। 

দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির নেতা আমিরুজ্জামান আমীর, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সারোয়ার জাহান দোলন. আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সফিউল আলম রায়হান ও শিক্ষক নেতা অধ্যাপক নেছার আহমেদ রাজু প্রমুখ।

Share this post

PinIt
scroll to top