সমাবেশ থেকে বিএনপি নেত্রী রুমিন ফারহানার মোবাইল চুরি

কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশস্থল থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রুমিন ফারহানা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে টাউনহল মাঠে জনস্রোত দেখতে আসি। এরপরই আমার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

এদিকে সমাবেশ আসা একাধিক নেতাকর্মী জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর ফোন চুরি হয়েছে।

চাঁদপুর থেকে আসা যুবদল নেতা আমির হোসেন বলেন, ‘সকাল ১০টার দিকে আমার মোবাইল চুরি হয়ে যায়। শুনেছি আরও অনেকের চুরি হয়েছে।’

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এটি অষ্টম বিভাগীয় গণসমাবেশ। দুপুর ১২টা থেকে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে এ সমাবেশ শুরু হয়। দুপুর ১টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা মঞ্চে ওঠেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢলে তিল ধারণের ঠাঁই নেই।

Share this post

PinIt
scroll to top