কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি নামক স্থানে ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোঁপের আড়াল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোঃ জাফর ইকবাল জানান, মৃত ওই যুবতীর আনুমানিক বয়স ৩০ বছর।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দাফনকার্যের জন্য আনজুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।