বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে: মুজিবুল হক মুজিব

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত এমপি মো. মুজিবুল হক মুজিব বলেছেন, হত্যাকারীরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই সব শেষ হয়ে যাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আর তার নাম মুছে যাবে। কিন্তু হত্যাকারীরা ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে ঠিক কিন্তু বাংলাদেশ তথা বিশ্বের মানচিত্র থেকে তার নাম মুছতে পারেনি। তিনি দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। আজকের এই শোক শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বই আজ শোক প্রকাশ করছে, বঙ্গবন্ধুর জন্য কাঁদছে। 

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নগরীর রামঘাটে এ সভার আয়োজন করা হয়।  

স্বাধীনতার পটভুমি বর্ণনা করতে গিয়ে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরো বলেন, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার নির্যাতন করত তখন এ দেশের কোনো বাঙালি প্রতিবাদ করতো না। টুঙ্গিপাড়ার সেই রাখাল রাজা আমাদের আজকের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছেন , প্রতিরোধ গড়ে তুলেছেন।

আস্তে আস্তে দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা আন্দোলনের জন্য দেশকে প্রস্তুত করেছেন। তার মহান নেতৃত্বেই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের সৃষ্টি হয়েছে। আজ তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনা দক্ষতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

আলোচনা সভায় আরো বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হনুফা আক্তার রিক্তাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Share this post

PinIt
scroll to top