কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। শনিবার পানির বোতল নিয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। শিশু দুইটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বেপারী বাড়ির প্রবাসী খোকন ও তার ভাই মাহবুবের ছেলে।

খোকনের ছেলের নাম জিয়াদ (৯) এবং মাহবুবের ছেলে সায়েদ (৭)। নোয়াগাঁও এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, পানির বোতল নিয়ে পুকুর পাড়ে খেলতে যায় শিশু দুইটি। তাদের একজনের মা শিশু দুইটিকে পাহারা দিচ্ছিলেন।

তারা খেলতে দেখে তিনি অন্য একটি কাজে চলে যান। এসে দেখেন তারা নেই। তখন আশপাশে খোঁজ কারার পর পুকুরের পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরও একজন অন্যজনের হাত ধরা অবস্থায় ছিলো। শিশু দুইটির মৃত্যুর ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Share this post

PinIt
scroll to top