জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন নিয়ে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। তিনি চান, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। অনেক প্রতিকূলতার মাঝেও ধীরে ধীরে আমরা সে প্রক্রিয়া অনুসরণ করতে কাজ করার চেষ্টা করছি।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে যমুনা ব্যাংকের ১৪৯তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, সারাদেশে পর্যায়ক্রমে ইভিএমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনোভাবেই একজনের ভোট আরেকজন না দিতে পারে।
তিনি বলেন, সারাদেশে যথাযথ সময়ে নির্বাচনগুলো সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সব জায়গায় যথাসময়ে নির্বাচন সম্পন্ন হলে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। একই সঙ্গে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারাও মানুষের প্রতি দায়িত্বপালনের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন করতে পারবেন।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ।
স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।