কুমিল্লায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

কুমিল্লার লাকসাম উপজেলায় মাছ ধরতে করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এমরান হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান উপজেলার পূর্ব আউশপাড়া গ্রামের মৃত রেছু মিয়ার ছেলে। তিনি উপজেলা সদরের অটোরিকশাচালক ছিলেন।

নিহতের স্ত্রী মাহবুবা বলেন, তার স্বামী সারাদিন বাজারে রিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। রাতের খাবার খেয়ে একটি টেঁটা নিয়ে বাড়ির পাশের সালেপুর গ্রামে পানি জমে থাকা জমিতে মাছ ধরতে যান।

এ সময় রেললাইনের পাশে একটি কৃষিজমিতে গেলে বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share this post

PinIt
scroll to top