স্বল্পমূল্যের ও সহজলভ্য হ্যান্ডওয়াশ ডিভাইস উদ্ভাবন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ হাতের ছোঁয়াবিহীন ‘ফুট প্রেস হ্যান্ডওয়াশ ডিভাইস’ উদ্ভাবন করেছে। ১৫ আগস্ট শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ডিভাইসটি উদ্ভাবন করেন রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সৈয়দ কৌশিক আহমেদ নেতৃত্বে ডিভাইসটি উদ্ভাবনে সহায়তা করেন বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদ ও উৎপল কুমার রায়।

উদ্ভাবক দলের সদস্য উৎপল কুমার রায় বলেন, মানুষের হাতের নাগালে নিরাপদ হ্যান্ডওয়াশ ব্যবহার নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।

ডিভাইসটির বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে সৈয়দ কৌশিক আহমেদ জানান, মহামারি করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই পায়ের চাপের সাহায্যে যন্ত্রটির মাধ্যমে হাত জীবাণুমুক্ত করা সম্ভব। যন্ত্রটিতে দুটি প্রেস বাটন ব্যবহার করা হয়েছে। একটির মাধ্যমে পানি ও অন্যটির মাধ্যমে হ্যান্ডওয়াশ থেকে জেল বেরিয়ে আসবে। জেলটি খুবই নিরাপদ, সহজলভ্য ও স্বল্পমূল্যে ঘরেই বানানো সম্ভব।

Share this post

PinIt
scroll to top