কুমিল্লায় নতুন আরও ৪৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৪জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮’শ ৬৭জন। রোববার জেলায় কোন নতুন মৃত্যু নেই। মোট মৃত্যু সংখ্যা ১৫০। রবিবার (৯ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়- নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশন- ১০, বুড়িচং ৭, মুরাদনগর ৪, চান্দিনা- ৪, মনোহরগঞ্জ ৩, বরুড়া- ৪, সদর দক্ষিণ- ৪, নাঙ্গলকোট- ৭, হোমনা- ১ জন। মৃত্যু তালিকায় জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরনকারী ১৫০ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৪৭ জন, মুরাদনগর ৩১০ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৬৬৮ জন, লাকসামে ৩৭৩ জন, চান্দিনায় ২৬২ জন, তিতাসে ১৪৭ জন, দাউদকান্দিতে ১৭৩ জন, বরুড়ায় ২৪৩ জন, বুড়িচংয়ে ২৬৪ জন, মনোহরগঞ্জে ১৮১ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৮ জন, নাঙ্গলকোটে ৩৮৮ জন, হোমনায় ১০২ জন, সদর দক্ষিণে ১৭৮ জন, লালমাইয়ে ১০৩ জন, চৌদ্দগ্রামে ৫২৭ জন, আদর্শ সদরে ১৯৭ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান জানান, রবিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৮৬৭ জন। সর্বমোট মৃত্যুবরন করেছেন ১৫০জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে নতুন ৫৬ জনসহ মোট ৪৪১৪জন সুস্থ্য হয়েছেন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২৭৫১৭জনের ও রিপোর্ট পাওয়া গেছে ২৬৫৫৩ জনের।

Share this post

PinIt
scroll to top