কুমিল্লায় করোনায় নতুন করে আক্রান্ত ৩৮ মৃত্যু ২

শনিবার কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৭৭০জন। ২৪ ঘন্টায় কুমিল্লায় ৪৮ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ পাঁচ হাজার ২৩৪ জন।

এ দিন কুমিল্লার ২ জন মারা যায়। ফলে মোট মারা গেছেন ১৭৫জন। কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস তথ্য জানায়। শনিবার কুমিল্লা সিভিল সার্জন অফিস জানায়, নতুন আক্রান্ত ৩৮ জনের মধ্যে ১২ জন কুমিল্লা নগরীর।

অন্যরা হচ্ছেন- লাকসামে ৩,,চৌদ্দগ্রাম ২,বুড়িচং ১,সদর দক্ষিণ ১, বরুড়া ৫,মনোহরগঞ্জ ১,হোমনা ৬, আদর্শ সদর ১ দেবিদ্বার ২, চান্দিনা ১, লালমই ১,দাউদকান্দি ১ও ব্রাক্ষèনপাড়ায় ১ জন আক্রান্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩১হাজার ৫৫৮ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ৩০ হাজার ৮০৫ জনের।

Share this post

PinIt
scroll to top