কুমিল্লার দোকান থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামে সোহেল নামে ৪২ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে লক্ষীপুর বাজারে তার নিজের ফ্ল্যাক্সিলোডের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত যুবক ১৪ নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জাফর আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিদকে লক্ষীপুর বাজারে তার নিজের ফ্ল্যাক্সিলোডের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে পথরোধ করে তার সাথে থাকা টাকা, মোবাইল কেড়ে নিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের পরিচয় ও খুনের কারন খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share this post

PinIt
scroll to top