কুমিল্লা এবং কুমিল্লা বিভাগের আঞ্চলিক পত্রিকাগুলোর মাঝে জনপ্রিয় পত্রিকা কুমিল্লার খবর । ২০১০ সালে যাত্রা শুরু করে ধীরে ধীরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে কুমিল্লার খবর।
নাগরিক জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে তথ্য ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ। শহর, উপ-শহর পেরিয়ে গ্রামের সাধারণ মানুষ আজ তথ্য জানার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তথ্য জানার জন্য মানুষ আগের মতো অপেক্ষার প্রহর গুণছে না। একসময় তথ্য বা খবর জানার একমাত্র উৎস ছিল গণমাধ্যম। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া রূপান্তর ও বিকশিত হয়েছে। স্মার্ট ফোন ও আই ফোনের বদৌলতে তথ্য ও খবর এখন মানুষের হাতের মুঠোয়। ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগলসহ অত্যাধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ তাৎক্ষণিকভাবে সবকিছু পেয়ে যাচ্ছে।
বাংলাদেশের মানুষও আজ আর আগের মতো সংবাদের জন্য সংবাদপত্র, টেলিভিশন ও বেতারের উপর একেবারে নির্ভরশীল নয়। অনলাইন মিডিয়া, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে সংবাদ সংগ্রহের প্রবণতা দিন দিন বাড়ছে। ভার্চুয়াল জগতে এদেশের তরুণ সমাজ অনেক এগিয়ে।
বর্তমানে বাংলাদেশের মূল ধারার সংবাদ মাধ্যমের উপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ক্রমশ আধিপত্য বিস্তার করে চলছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার খবর এর ফেইসবুকেও দিন দিন পাঠক সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে কুমিল্লার খবর এর ফেইসবুক গ্রুপে ৪০ হাজারের বেশী পাঠক যুক্ত হয়ে প্রতিদিন কুমিল্লার খবর পাঠ করছে। গ্রুপ লিংক https://facebook.com/groups/ComillarKhabor ।
৪০ হাজার এর এই মাইলফলক অর্জনে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আহমেদ আজম ।