কুমিল্লায় রোববার নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৩৭ জনের।
জেলায় আজ ৭২ জনসহ সর্বমোট সুস্থ হয়েছে চার হাজার ৭৫৩ জন।আজ ১জনসহ এ পর্যন্ত মোট মারা গেছে ১৫৬জন। রোববার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে ২, বরুড়া ৪, নাঙ্গলকোট ৬,দেবিদ্বার ১০, মুরাদনগর ৩, দাউদকান্দি ৪,হোমনা ৭,সদর দক্ষিণ ২,তিতাস ১,চান্দিনা২,চৌদ্দগ্রাম ২ ও মনোহরগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছে।
এ দিন নতুন করে, কুমিল্লা নগরীতে ৩১,চান্দিনা ১,মনোহরগঞ্জ ৭,বুড়িচং ১৪,দেবিদ্বার ১১ ও নাঙ্গলকোট ৮জনসহ ৭২ সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৫৩ জনে। এবং আজ কুমিল্লা নগরীতে ১জনসহ এ পর্যন্ত মোট মারা গেছে ১৫৬ জন।
এ পর্যন্ত জেলায় ২৮ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৮ হাজার ১৮৮টি। এ পর্যন্ত পজেটিভ এসেছে ৬,২৩৭ টি।