মো.আবুল বাশার রানাঃ চৌদ্দগ্রামে এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দে মুজিব বর্ষ উপলক্ষে কাশিনগর ইউনিয়নের হাইস্কুল ও মাদরাসার ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও মাস্ক বিতরন করা হয়।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ,ইউপি মেম্বার সামসুল আলম, মহিলা মেম্বার ফাতেমা আক্তার মুন্নি,কাশিনগর ফয়েজুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্ল্যাহ,কাশিনগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নুরী প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন আগস্ট মাস শোকাহত মাস,আমার এমন দুর্ভাগ্য জাতি, জাতির পিতাকে আমারা এ মাসে সপরিবারে হত্যা করেছি,আল্লাহ রহমতে বিদেশে থাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা রক্ষা পায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পরিশ্রমে চৌদ্দগ্রাম আজ আধুনিক চৌদ্দগ্রাম। তিনি আরো বলেন করোনা ভাইরাস থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমরা অনলাইনে ক্লাস করে পড়াশোনা চালিয়ে যাবে,আধুনিক চৌদ্দগ্রামের রুপকার সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও আমার জন্য দোয়া করবে।