কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন ও এমপির সংসদ সদস্য পদ বাতিলের দাবি

জাহাঙ্গীর আলম ইমরুলঃ  চট্টগ্রামের বাশখালিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানব বন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা। 

শনিবার দুপুরে নগরীর গোয়ালপট্টির জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ মানব বন্ধন। এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল। 

বক্তব্যে তিনি সমাবেশে হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিলসহ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবী করেন। এ সময় তিনি দেশের সকল মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা প্রদানেরও দাবী জানান।

চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া, মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদ সদস্যের অবমাননাকর মন্তব্য এবং এবং বাশখালিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

Share this post

PinIt
scroll to top