করোনায় লাশ দাফন যোদ্ধা মহিউদ্দিন কারাগারে!

গত মঙ্গলবার (২ মার্চ) কুমিল্লা নগরীর উত্তর চর্থার নবাব বাড়ি চৌমুহনীর বিএনপি নেতা শওকত আলী বকুল এর ছেলে ছাব্বির আহম্মদ শুভ এর স্ত্রী নুসরাত ফারহানা লিখিত অভিযোগের প্রেক্ষিতে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনকারী স্বেচ্ছাসেবী ও বিবেক টিমের অন্যতম সদস্য মহিউদ্দিনকে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।

মহিউদ্দিনকে গ্রেফতার করায় ৩ মার্চ বিভিন্ন গণমাধ্যমে "কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী কারাগারে" এই শিরোনামে সংবাদ প্রচার হয়। করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করা মহিউদ্দিন আটকের এই সংবাদ কুমিল্লার খবরের নজরে আসায় সরজমিনে যায় কুমিল্লার খবর অনুসন্ধানী টিম।

নগরীর ১২ নম্বর ওয়ার্ডের উত্তর চর্থা এলাকার তফাজ্জল হোসেন ইদু মিয়ার ছেলে মহিউদ্দিনের আটক সম্পর্কে জানতে গেলে মহিউদ্দিনের ছোট ভাই মাইনুদ্দিন কুমিল্লার খবরকে জানায়" আমার ভাই মহিউদ্দিন করোনায় মৃত লাশ দাফন যোদ্ধা ও সমাজসেবী। নবাব বাড়ি চৌমুহনী এলাকায় প্রশাসনের আনুমতি ছাড়া অবৈধ ভাবে সিসি ক্যামেরা বসায় এলাকার বিএনপি নেতা শওকত আলী বকুল এবং তার ছেলে ছাব্বির আহম্মদ শুভ। আমার ভাই প্রশাসনের আনুমতি ছাড়া অবৈধ ভাবে সিসি ক্যামেরা বসানোর প্রতিবাদ করায় বিএনপি নেতা শওকত আলী বকুল  তার ছেলে ছাব্বির আহম্মদ শুভর বউকে দিয়ে হামলা ও ভাংচুরের মিথ্যা অভিযোগ দিয়ে করোনায় মৃত লাশ দাফন যোদ্ধা মহিউদ্দিনকে গ্রেফতার করিয়েছে ।  "

মঙ্গলবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে নবাব বাড়ি চৌমুহনীতে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, "যারা সিসি ক্যামেরা লাগিয়েছে তারা সব সরকারের আমলেই মানুষকে ভয়ভীতি দেখিয়ে একালায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের নামে কেউ মুখ খুলবে না। কেউ মুখ খুললে এলাকায় থাকতে পারবে না। তাই আমিও কিছু বলতে পারবো না।"

স্থানীয় একাধিক সূত্র জানায়, মহিউদ্দিন সব সময় সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা পাশে ছিলো। করোনা মহামারীতে খাদ্য সামগ্রী উপহার হিসেবে অসহায় গরীব মানুষের দরজায় পৌঁছিয়েছে। 

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হলে তাদের দাফনে কাজ করে সামাজিক সংগঠন ‘বিবেক কুমিল্লা’। এই মানবিক সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, "বিবেকের ১১ সদস্যের মধ্যে অন্যতম সদস্য মহিউদ্দিন। করোনায় মৃত ব্যক্তির গোসল ও দাফন সবার আগে এগিয়ে যেতেন সংগঠনটির অন্যতম সদস্য মহিউদ্দিন।"

এদিকে অভিযোগকারির স্বামীর আপন জেঠাতো ভাই সাফায়েত আলী সৌরভ কুমিল্লার খবরকে বলেন, সমাজসেবী মহিউদ্দিন ভাইয়ের ভালো কাজকে যারা সহ্য করতে পারছেনা এবং একটি স্বার্থন্বেসী মহল নিজ স্বার্থ উদ্ধারে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে অসহায় জনগনের পক্ষে উনার কাজকে বাধা দেওয়ার চেষ্টা ও ষড়যন্ত্র করে যাচ্ছে।অভিযোগ সম্পর্কে অভিযোগকারীর নাম্বারে কল করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নগরীর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘ অভিযোগের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতারের পর বুধবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।’

করোনায় লাশ দাফন যোদ্ধা নামে খ্যাত আটক মহিউদ্দিন এর মুক্তি চেয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হচ্ছে। করোনায় আটক মহিউদ্দিনের লাশ দাফনের কার্যক্রমের ছবি আপলোড ও পোষ্ট করছে। ফেইসবুক থেকে নেওয়া কিছু পোষ্ট স্ক্রিনশট দেওয়া হলো।

Share this post

PinIt
scroll to top