কুমিল্লায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালক নিহত

শেষ রাতে আঞ্চলিক সড়কে চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালক ঘটনাস্থলেই নিহত হন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণপাড়ার মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাজারের সজিব ব্রিক ফিল্ডের পাশে সোমবার ভোর ৬টায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাশেদ (২৭) ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রবসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রেনের মাধ্যমে লরিটি ও নিহত চালককে উদ্ধার করে। ফাঁড়ির ইন্সপেক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

PinIt
scroll to top