জামা কিনে দেয়ার প্রলোভনে কুমিল্লায় প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

টাকা ও জামা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লার হোমনায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় এক কিশোরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- একই গ্রামের বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও মৃত মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৮)। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী এ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী ও তার স্বামী দুজনই বুদ্ধি প্রতিবন্ধী। তাদের সংসারে আড়াই বছর এবং এক বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। ২৯ ডিসেম্বর গভীর রাতের কৌশলে ঘরে ঢুকে অভিযুক্ত চারজন ৫০০ টাকা ও নতুন জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ নিয়ে সালিশি বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করি। স্বামী-স্ত্রী দুজনই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় গ্রেফতার হাসান এর আগেও ওই গৃহবধূকে কয়েকবার ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, গণধর্ষণের দায়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (রোববার) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share this post

PinIt
scroll to top