র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায় এল আর এপেক্স টাওয়ার নামক একটি নির্মানাধীন ভবনে অভিযান চালিয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জুবায়েরুল হক মুন্সি নিপু সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট হতে ইয়াবা ট্যাবলেট, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ কুমিল্লা নগরীর পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ শহিদুজ্জামান সজীব (২৮), কাপ্তান বাজারের মোঃ জহিরুল হক এর ছেলে মোঃ জুবায়েরুল হক মুন্সি নিপু (৩১), বজ্রপুর সার্কুলার রোডের মৃত আঃ জলিলের ছেলে মোঃ শাকিল বিন জলিল (৩০) এবং বুড়িচং থানার জিয়াপুর গ্রামের মৃত আঃ জলিল ভুইয়ার ছেলে মোঃ আবুল হোসেন ভুইয়া (৩৮)।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।