কুমিল্লায় দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের ভ্যাট ফাঁকি দেওয়া একটি পণ্য চালান আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি নিবারক দল পণ্যসহ গাড়ি আটক করে। কুমিল্লা ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাণ-আরএফএলের দীর্ঘদিন থেকে ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য ছিল। এ গ্রুপ ফাঁকি দিয়ে পণ্য সরবরাহ করে আসছে। শুক্রবার দিবাগত রাতে নিশ্চিত সংবাদের প্রক্ষিতে কুমিল্লার নিবারক দল ওঁৎ পেতে থেকে গাড়িসহ একটি চালান আটক করে। দেশের অনেক বড় প্রতিষ্ঠান সুযোগ পেলেই ভ্যাট ফাঁকি দেওয়ার দীর্ঘদিনের অভিযোগও সত্য প্রমাণিক হলো।’
কমিশনার বলেন, ‘ফাঁকির পরিমাণ যাই হোক দীর্ঘ প্রচেষ্টার পর এমন বড় প্রতিষ্ঠানকে হাতেনাতে ধরার বিষয়টি বড় করে দেখছে কুমিল্লা টিম ও এনবিআর। দীর্ঘদিন যাবৎ তথ্যদাতা এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূসক ফাঁকির অভিযোগ করে আসছে। ফলে কমিশনার মূসক ফাঁকি রোধে প্রিভেন্টিভ টিম গঠন করেন।
পরশু কমিশনার গোপন সংবাদের ভিত্তিতে ওঁৎ পেতে থাকা প্রিভেন্টিভ টিম কর্তৃক কুমিল্লার লালমাই নামক পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বিগত রাত ১০টার দিকে বিভিন্ন সাইজের ফার্নিচার ফ্রেম ২৯৭টি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য এক লাখ ৯৮ হাজার ৯৯ টাকা এবং ফাঁকিকৃত রাজস্বের পরিমাণ ২৯ হাজার ৭১৫ টাকা। একই সঙ্গে আটককৃত গাড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘নরসিংদীগামী একটি গাড়িটি এলে থামানোর জন্য সংকেত দেওয়া হলে গাড়িচালক গাড়ি থামানোর পর কর্মকর্তারা পরিচয় দিয়ে মূসক-সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করার জন্য অনুরোধ করেন। চালক প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরাবল প্লাস্টিক লিমিটেড, লালমাই, কুমিল্লা নামক প্রতিষ্ঠানের মূসক ফরম ৬.৩ ও ভেলিভারি চালান প্রদর্শন করেন।
কর্মকর্তারা দেখতে পায় মূসক চালানে বিভিন্ন সাইজের ফার্নিচার ফ্রেম ২০০টি উল্লেখ থাকলেও ভেলিভারি চালানে ২৯৭টি। এ প্রেক্ষাপটে কর্মকর্তারা ভুয়া ঘোষণার কারণে প্রাণ-আরএফএল গ্রুপের গাড়িসহ পণ্য আটক করে। মূসক পরিহারের পাশাপাশি ভুয়া ঘোষণা একটি অপরাধ, তা আইনের ধারা ১১১, ১১২-এর সুস্পষ্ট লঙ্ঘন।’
কমিশনার বলেন, ‘উদ্ধারকৃত মালামাল বর্তমানে বিভাগীয় শুল্ক গুদাম, কুমিল্লা সংরক্ষিত আছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুসারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। প্রাণের মতো বৃহৎ শিল্প গ্রুপের প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ফাঁকি কোনোভাবেই কাম্য নয়।
পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকি, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পরিপন্থি। কুমিল্লা কাস্টমস ও ভ্যাট কমিশনারেটের নিবারক কার্যক্রম চলমান থাকবে। আবারও আলোকিত কাস্টমস, আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একইসঙ্গে মূসক ফাঁকি রোধে এবং সরকারের যথাযথ রাজস্ব সুরক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করছি বলেও জানান তিনি।’
সুত্রঃ শেয়ার বিজ নিউজ