কুমিল্লা চকবাজারে যুবলীগ নেতার গাড়ি ভাংচুর

কুমিল্লা নগরীর ১৬নং ওয়ার্ডে অন্র্তকোন্দল ও চলমান উত্তেজনা বন্ধে সমঝোতা সভা চলাকালে চকবাজার এলাকায় প্রতিপক্ষ হামলা চালিয়ে মহানগর যুবলীগ রনতা বাবরের গাড়ি ভাঙচুর করে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

১৬ নং ওয়ার্ডের টিক্কাচর জামে মসজিদ নিয়ে ষড়যন্ত্র, সুদ, মাদক ব্যবসা রোধে বাবরের ইতিবাচক ভূমিকার জন্য তার প্রতিপক্ষরা তার গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ করেন বাবরের সমর্থকরা।

Share this post

PinIt
scroll to top