১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা শিশুপার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
এদিকে, মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।