মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুকে কুমিল্লা জেলা প্রশাসনের শ্রদ্ধা

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা শিশুপার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ। 

এদিকে, মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Share this post

PinIt
scroll to top