কুমিল্লায় একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কোভিড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনা আক্রান্ত হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার সকালে হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভোর চারটা ২০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার ৬২ বছরের এক নারী এবং রাত ২টা ৪০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার ৬০ বছরের এক পুরুষ মারা গেছেন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে শনিবার রাত ১০টা ১০ মিনিটে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫৫ বছরের এক পুরুষ, রাত সাড়ে ১২টায় কুমিল্লার বরুড়া উপজেলার শৈলখালি এলাকার ৬০ বছরের এক পুরুষ ও দুপুর ২টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়চর এলাকার ৬৫ বছরের এক নারী মারা গেছেন।

বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন। করোনা রোগী ৫১ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন।

Share this post

PinIt
scroll to top