মেঘনা উপজেলার মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজের শহীদ মিনার উদ্বোধন

কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া গত বুধবার বিকাল ৪টায় ফিতা কেটে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন।

এ সময় ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক , মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ফারাহ্ দীবা দীপ্তি প্রমুখ।

প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণ করেছে।

চারদিকে মেঘনা নদীবেষ্টিত মেঘনা উপজেলার দুর্গম এলাকায় সাধারণ মানুষদের শিক্ষার জন্য ১৯৬৭ সালে বড়কান্দা ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে স্কুলটি প্রতিষ্ঠা করেন হোমনা- দাউদকান্দি আসনের সাবেক এমপি মরহুম মোজাফ্ফর আলী ।

বাবার স্বপ্ন পূরণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিজেকে উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন তার কন্যা ফারাহ্ দীবা দীপ্তি ।

বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ঐতিহ্যের হাত ধরে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অবদান রাখবে এমটাই প্রত্যাশা তার।

Share this post

PinIt
scroll to top