হোমনায় মাদকসেবীকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে হোমনা পশ্চিমপাড়ার হরিদাসকে (৫৫) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে শনিবার রাতে হোমনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত হোমনা পশ্চিম পাড়ার মৃত আশুতোষ পোদ্দারের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, হোমনা পশ্চিম পাড়ার হরিদাস দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে এমন অভিযোগে ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে অপরাধী নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপরোক্ত সাজা প্রদান করা হয়। পরবর্তীতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।

Share this post

PinIt
scroll to top