কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

কুমিল্লায় মালবাহী ট্রাকে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উপজেলা মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

উক্ত চেকপোস্টে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে গাড়ির বনেটের ভিতরে থাকা ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top