মুরাদনগরের ট্রলার ডুবে ১ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ট্রলার ডুবে রডের নিচে চাপা পড়ে ট্রলার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের স্বল্পায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ (২০) স্বল্পা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রামচন্দ্রপুর থেকে রড বোঝাই ট্রলার নিয়ে স্বল্পার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি স্বল্পায় গিয়ে ঘাটে ভেড়ার পূর্বে একপাশ কাত হয়ে ডুবে যায়। এ সময় রডের ওপরে থাকা সবুজ উল্টে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের কারণে নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top