হঠাৎ বন্যায় চাঁদপুর শহর প্লাবিত

হঠাৎ করে বন্যার পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুর শহর। একইসঙ্গে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল থেকে হঠাৎ করে মেঘনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরে বন্যা দেখা দেয়। সেই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শহরে পানি ঢোকে।

এতে চাঁদপুর শহরের পাড়া-মহল্লাসহ হাইমচর উপজেলার তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। পাশাপাশি মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

স্থানীয় সূত্র জানায়, মেঘনা ও ডাকাতিয়া নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে শহরের আদালতপাড়া, রহমতপুর কলোনি, প্রফেসরপাড়াসহ পুরানবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। একই সময় হাইমচর উপজেলার চরভৈরবী, হাইমচর সদর ও নীলকমল ইউনিয়নের কয়েক হাজার মানুষের বাসা-বাড়িতে পানি ঢুকে যায়।

এদিকে উপজেলার মহজমপুর, চরভাঙা এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সেচপ্রকল্প এলাকা পানিতে তলিয়ে যায়। বেড়িবাঁধের বাইরে থাকা ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর প্লাবিত হয়।

Share this post

PinIt
scroll to top