শখে পিকআপের হেলপার হয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

শখের বসে পিকআপ ভ্যানের হেলপার হয়েছিলেন কলেজছাত্র আবদুল কাদের জিলানী (১৮)। এই শখ তার জীবন কেড়ে নেবে তা ভাবতে পারেনি কেউ। একটি দুর্ঘটনায় অকালমৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাদের। এর আগে বৃহস্পতিবার সকালে আল-আরাফাহ পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত হন তিনি।

জানা গেছে, আবদুল কাদের হাজীগঞ্জের ২ নম্বর বাকিলা ইউনিয়নের ছয়চিলা তালুকদার বাড়ির মো. দুলাল তালুকদারের বড় ছেলে। তিনি স্থানীয় আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল ও কলেজ থেকে এবার এসএসসি পাস করে ওই কলেজে মানবিক শাখায় ভর্তি হন।

বৃহস্পতিবার সকালে আব্দুল কাদের শখ করে প্রতিবেশী পিকআপচালক রহিমের সঙ্গে হেলপার হিসেবে কাজ করতে যান। গ্যাস সিলিন্ডারসহ পিকআপভ্যানটি হাজীগঞ্জ বাজার পার হয়ে রামগঞ্জের দিকে রওনা হয়।

পথে ধোঁয়াগণ্ডা এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ দুমড়ে-মুচড়ে গেলে কাদের মারাত্মক আহত হন।

সেখান থেকে কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রায় ২৪ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থেকে শুক্রবার মারা যান কাদের।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন।

Share this post

PinIt
scroll to top