কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া- ভাংচুর

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ আগষ্ট) বিকেলে উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মুন্সিকে মারধরের ঘটনার প্রতিবাদে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে মানববন্ধন করতে গেলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোল্লা গ্রুপ আর আওয়ামী লীগ নেতা জাকির মুন্সি গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষ থেকে ভাংচুরের অভিযোগ উঠে। এদিকে রাবেয়া নামে এক নারীর ঘর ও আওয়ামী লীগ নেতা জালালের গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে ।

এই ঘটনায় পুরো ইউনিয়ন আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে । এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এদিকে ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এবং এলাকাবাসী বলছেন, ভিটিকান্দির এই ঘটনায় দু’গ্রুপকে নিয়ে শীর্ষ নেতারা কলকাঠি নাড়ছে।

Share this post

PinIt
scroll to top