ফেনীতে ইয়াবাসহ দাউদকান্দির মা-ছেলে আটক

ফেনীতে ৭হাজার ২শ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৯ আগস্ট) শহরতলীর লালপুল ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত শাহেদা আক্তার প্রকাশ খুশু বেগম(৫০)কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল(রব সেক্রেটারী বাড়ী)'র মৃত আবদুল মতিনের স্ত্রী ও ছেলে আজগর আলী(২৭)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা চট্টগ্রামের ডাবলমুডিং উপজেলার মনসুরাবাদ মিয়াবাড়ি রোড়ের বলখেলার মাঠ সংলগ্ন বকুল মিয়ার দোতালা টিনশেড বিল্ডিং এ ভাড়া বাসায় থাকতেন।

Share this post

PinIt
scroll to top