কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুদিন আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল টাউনহল মাঠে জড়ো হতে শুরু করেন। শনিবারও (২৬ নভেম্বর) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে আসেন। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।
এদিকে মাঠের পূর্বকোণে নেতাকর্মীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শতাধিক চিকিৎসক জরুরি স্বাস্থ্য সেবা দিচ্ছেন।
ড্যাব জানায়, শুক্রবার বিকেল থেকে তিন শিফটে জরুরি স্বাস্থ্য চালু করা হয়েছে। অস্থায়ী এ চিকিৎসা কেন্দ্রে প্রতি শিফটে ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন। সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে যদি কেউ অসুস্থ হন তারা সম্মিলিতভাবে চিকিৎসা দেবেন। এ সেবা চলবে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত।
এখানে জরুরি অ্যাম্বুলেন্স, অক্সিজেন বোতলসহ জরুরি সব ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রাখা আছে। এ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধান করছেন ড্যাব কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. এম এম হাসান।
ড্যাব কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু নাসের বলেন, দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের মধ্যে যদি কেউ অসুস্থ হন বা আহত হন তাদের চিকিৎসার জন্যই এ সার্ভিস। এখানে মেডিসিন থেকে শুরু করে সব বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আগত নেতাকর্মীদের মধ্যে কেউ যদি অসুস্থ হন দ্রুত এখান থেকে বিনামূল্যে সেবা নিতে পারবে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এটি অষ্টম বিভাগীয় গণসমাবেশ। বেলা ১১টার দিকে মঞ্চে উঠবেন কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।