রাত পোহালেই কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন হাজারো নেতাকর্মী। মধ্য রাতেও স্লোগানে স্লোগানে মুখরিত নগরীর টাউনহল মাঠ।
এদিকে সকালের অপেক্ষায় খোলা আকাশের নিচে ত্রিপল ও আগলাপাতা বিছিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে-বসে রাত পার করছেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত ১২টায় সমাবেশস্থল টাউনহল মাঠে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
অন্য দিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষ থেকে ৭৮টি ফ্ল্যাটে নেতাকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও শুয়ে বসে রাত পার করছেন হাজার হাজার নেতাকর্মী।
এছাড়ও নগরীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে আশ্রয় নিয়েছে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা।
চাঁদপুরের শাহরাস্তির বিএনপি কর্মী জহিরুল হক বাবাবু বলেন, সরকার পতন আন্দলনে ঘর থেকে বের হয়েছি। খোলা আকাশের নিচে ঘুমিয়ে আত্মতৃপ্তি পাচ্ছি
ব্রাহ্মণবাড়িয়ার জেলা যুবদল নেতা পারভেজ খান বলেন, আমরা তিনদিন আগে কুমিল্লায় এসেছি। মনিরুল হক সাক্কুর ফ্ল্যাটে অবস্থান নিয়েছি। সেখানেই আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন তিনি।
জানা গেছে, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। কুমিল্লার বিভাগীয় এ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।