সমাবেশস্থলে শুয়ে-বসে দিন পার করছেন বিএনপি নেতাকর্মীরা

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেরদিন সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন শত শত নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত থেকেই অনেকেই সমাবেশস্থলে অবস্থান করছেন। সেখানে শুয়ে-বসে দিন পার করছেন তারা।

অনেকই আবার অবস্থান নিয়েন কুমিল্লার সাবেক মেয়র মনিরুল সাক্কুর ফ্ল্যাটে। এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাসা-বাড়িতে থাকছেন অনেকে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সমাবেশস্থল কুমিল্লা টাউনহল ঘুরে দেখা যায়, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার অনেক নেতাকর্মী মাঠের পশ্চিম পাশে ত্রিপল বিছিয়ে শুয়ে-বসে দিন পার করতে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম জাগো নিউজকে বলেন, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে তিনদিন আগে আমরা কুমিল্লায় এসেছি। মনিরুল হক সাক্কুর ফ্ল্যাটে থাকছি। সেখানেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাতে সেখান থেকে সকালে টাউনহলে এসেছি। শ্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। তাই শুয়ে বসে বিশ্রাম করছি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপি নেতা আমিরুল বলেন, তিনদিন আগে সমাবেশস্থলে এসেছি।

Share this post

PinIt
scroll to top