যে ১০ শর্তে মানতে হবে কুমিল্লায় বিএনপির গণসমাবেশে

কুমিল্লায় ১০ শর্তে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউনহল মাঠের ওই সমাবেশ।

বুধবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের শর্তগুলো হলো, ব্যানার-ফেস্টুন, পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বক্তব্য রাখা যাবে না। বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে। উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না। ব্যানার-ফেস্টুন ইত্যাদি ব্যবহার সীমিত করতে হবে।

মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে। শহরের ভেতরে যানবাহন প্রবেশ করানো যাবে না। রাস্তা বন্ধ করে সমাবেশের কর্মসূচি পালন থেকে বিরত থাকতে হবে। মোটর শোভাযাত্রা ও মিছিল করা যাবে না। সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে নেতাকর্মীদের আসা-যাওয়ার পথে কোনো প্রকার নাশকতাপূর্ণ কর্মকাণ্ড, তথা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে এমন কর্মকাণ্ড করা যাবে না।

সমাগত নেতাকর্মীরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, আয়োজকদের সেই দায়িত্ব নিতে হবে এবং স্টেজ তৈরির সঙ্গে যারা জড়িত তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।

Share this post

PinIt
scroll to top