কুমিল্লায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বাস, নেই স্বাস্থ্যবিধির বালাই

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। পরিবহনে অর্ধেক আসন খালি রেখে চলাচলের কথা থাকলেও কুমিল্লায় তা মানা হচ্ছে না। অতিরিক্ত যাত্রী নিয়ে আন্তঃজেলা বাসগুলোকে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া, চকবাজার ও শাসনগাছা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, আন্তঃজেলা বাস ও মিনিবাসে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধির বালাই নেই। আসনের অতিরিক্ত যাত্রী না তোলা, যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক ব্যবহার এবং জীবাণুনাশকের ব্যবস্থা রাখাসহ কোনো নির্দেশনা মানতে দেখা যায়নি। দুই সিটেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

পরিবহনে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে চালক ও শ্রমিকদের অভিযোগ, বাসে ওঠার ক্ষেত্রে যাত্রীরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। মাস্ক ব্যবহারের কথা বললে অনেকে খারাপ ব্যবহার করেন। এছাড়া দুই সিটে একজন বসার নির্দেশনা থাকলেও যাত্রীরা তাও মানছেন না।

অন্যদিকে শাসনগাছায় একাধিক যাত্রীর অভিযোগ, বাসে চালক ও শ্রমিকরা বাড়তি ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন করছেন। চালক ও শ্রমিকরাই নিজেরাই মাস্ক পরেন না। তারা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গুরুত্ব না দিলে সাধারণ যাত্রীরা কীভাবে মানবেন।

শাসনগাছ বাস টার্মিনালে জনতা, নিউ জনতা ও ফারজানা পরিবহনের বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এছাড়া দূরপাল্লার বাসগুলোতেও একই অবস্থা দেখা গেছে।

Share this post

PinIt
scroll to top