বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লার চান্দিনায় ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ও হতদরিদ্র জনসাধারণের বিভিন্ন প্রকার গবাদি প্রাণি, হাঁস-মুরগী ও পোষা পাখিকে মিলিটারি ফার্ম কুমিল্লা কর্তৃক বিনামূল্যে বিভিন্ন প্রকার টিকা, কৃমিনাশক ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি সোমবার কুমিল্লা চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে কুমিল্লা সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তরের সার্বিক নির্দেশনায় ওই ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর ১,০০০ টি গরু, ১০টি ঘোড়া, ৪০০টি ছাগল, ৫০টি ভেড়া, ১,৫০০ টি মুরগী, ৫০০ টি হাঁস, ২০০টি কবুতর, ১০টি টার্কি, ২০টি পোষা পাখিসহ সর্বমোট ৩,৬৯০টি গবাদিপ্রানি ও পাখির বিভিন্ন প্রকার টিকা, কৃমিনাশক এবং অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ দিকে খামার ব্যবস্থাপনা, খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি, গবাদি প্রাণী অর্গানিক উপায়ে মোটাতাজাকরণ, এন্টিবায়োটিকের অপব্যবহার প্রতিরোধসহ কোভিড-১৯ এর বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধিতে ব্রয়লার মাংসের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে খামারিদের বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করা হয়।
মিলিটারি ফার্ম কুমিল্লার সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রানিসম্পদ বিভাগ কুমিল্লার সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন মিলিটারি ফার্ম কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম মনজুর এলাহী, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল সাকাওয়াত হোসেন, পিপিএম, পিএসসি, অধিনায়ক ৩৮ বীর, কুমিল্লা সেনানিবাস, মেজর কাজী মোঃ ওমর ফারুক, ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান, লেঃ মোঃ শওকত জামান এবং চান্দিনা উপজেলার ভেটেরিনারি সার্জন সহ মিলিটারি ফার্ম কুমিল্লার অন্যান্য কর্মচারীবৃন্দ।
সেবামূলক এ ক্যাম্পেইনটি গ্রামের দরিদ্র জনসাধারণের মধ্যে গবাদিপ্রানি ও পাখি লালন-পালনে উৎসাহ সৃষ্টির পাশাপাশি বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করাসহ ব্যাপক সুনাম অর্জন করেছে।