কুমিল্লায় বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সিলমোহর ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় পাসপোর্ট দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল সোমবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত নগরীর শাসনগাছা ও রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দালালরা হলেন- কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার মৃত চান মিয়ার ছেলে সাদেকুল ইসলাম (৩৫), সফিকুর রহমানের ছেলে সারফাইন উদ্দিন (৩২), আব্দুল ওয়াদুদের ছেলে আলমগীর (৪৩) ও জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ ওরফে বাপ্পি (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে ১১৪টি পাসপোর্ট, নগদ ২৫ হাজার ৭০০ টাকা এবং পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র, নকল সিলমোহর উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বলেন, দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।
তাদের কাছে টাকা জমা দিলে নকল সিলমোহর ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দেন। একই সঙ্গে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তারা। টাকা দিলেই পাসপোর্ট করে দেন।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে জানান র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।