চান্দিনা উপজেলা কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা। কুমিল্লা জেলার এক অনন্য উপজেলা চন্দিনা। চান্দিনা উপজেলার দক্ষিণে বরুড়া উপজেলা, পূর্বে বরুড়া উপজেলা ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা, উত্তর-পূর্বে বুড়িচং উপজেলা, উত্তরে দেবিদ্বার উপজেলা ও মুরাদনগর উপজেলা, উত্তর-পশ্চিমে দাউদকান্দি উপজেলা এবং পশ্চিমে কচুয়া উপজেলা অবস্থিত।
চান্দিনা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন এবং “১ নং শুহিলপুর ইউনিয়ন পরিষদ” তার মধ্যে অন্যতম যা পূর্বে শুহিলপুর পশ্চিম ইউনিয়ন নামে পরিচিত ছিল।
চান্দিনা উপজেলার উত্তর-পশ্চিমাংশে শুহিলপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পূর্বে গল্লাই ইউনিয়ন, পূর্বে বাতাঘাসী ইউনিয়ন, উত্তরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে ও দক্ষিণে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন অবস্থিত।
শুহিলপুর ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।
১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ইউনিয়নের পিপুইয়া গ্রামে অবস্থিত। ১৩ টি গ্রামের সমন্বয়ে গঠিত উল্লেখিত ইউনিয়ন পরিষদটি যা ৯ টি ওয়ার্ডে কর্তব্যরত মেম্বারদের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে।
বিপুল জন সমর্থনে প্রথমবারে নির্বাচিত আওয়ামীলীগ সমর্থিত, এলাকায় অসহায় মানুষের নিবেদিত প্রাণ, যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ জননেতা মোঃ ইমাম হোসেন সরকার। চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের মূল্যায়নে যার নাম সর্বজন স্বীকৃত তিনি মোঃ ইমাম হোসেন সরকার। চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সরকার অল্প বয়সেই হয়ে গেছেন এক বলিষ্ঠ নেতৃত্বদানকারী, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছেন। শুধু নিজ ইউনিয়ন এলাকায় নয়, উপজেলার সর্বসাধারনের কাছে এক ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সরকারের।
মোঃ ইমাম হোসেন সরকার ১নং শুহিলপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুর্দিনের বাতিঘর খ্যাত ইউনিয়ন আওয়ামীলিগের প্রয়াত সাধারন-সম্পাদক জনাব মোঃ আলিউল্লা সরকারের ছেলে। ১নং শুহিলপুর ইউনিয়নের প্রয়াত সাধারন-সম্পাদকের ছেলে মোঃ ইমাম হোসেন সরকার জনসেবা প্রদানের লক্ষ্যে এলাকার জনসমর্থন তথা বর্তমান সফল সরকারের মনোনয়নে আজ সফল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত।
জনসেবা দিয়ে নিজেকে উৎসর্গ করতে চান নবীন এই চেয়ারম্যান। ইউনিয়ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রায়ই কথা হয় ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেনের সাথে। তিনি বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকদ্রব্য এমনকি জঙ্গীবাদের বিরুদ্ধে সদা সোচ্চার।
গরীবের বন্ধু, সমাজের উন্নয়নে যিনি নিজ দায়িত্ববোধ থেকে কাজ করেন তিনি মোঃ ইমাম হোসেন সরকার। যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবেন, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই তরুন নেতা। এলাকার উন্নয়নে নিরলস কাজ করে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে চান এই চেয়ারম্যান।
মোঃ ইমাম হোসেন চেয়ারম্যানের আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতে থাকবে বলে আশা করছি। জনাব মোঃ ইমাম হোসেন সরকারের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং শুহিলপুর ইউনিয়নবাসির সার্বিক সমর্থন কামনা করছি।
সাইফুল্লাহ আল মেহেদী,
সাবেক সাধারন-সম্পাদক, ১নং শুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগ, চান্দিনা, কুমিল্লা।