৫ মাসের শিশুকে ঘুমে রেখে অজু করতে যান মা, এসে দেখেন পুকুরঘাটে লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় মো. হুজাইফা নামে পাঁচ মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হুজাইফা ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার ভোরে জাকিরের স্ত্রী রাবেয়া খাতুন তার শিশু সন্তান হুজাইফাকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখে ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে যান। অজু করে এসে দেখেন হুজাইফা নেই। পরে বাড়ির পূর্ব পাশের একটি পুকুরঘাটে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Share this post

PinIt
scroll to top